একটু পড়ে দেখুন
নন্দিত নারী হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
নন্দিত নারী
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
মুদ্রিত মূল্য : ২৮০ টাকা,
পৃষ্টা সংখ্যা : ২১৯.
নারী সৃষ্টি
হযরত আদম আ. কে বর্তমান কা'বা শরীফের অবস্থান স্থলে জুমার দিন সৃষ্টি করা হয়। এরপর তিনি পৃথিবীতে একাকী চলাফেরা করতেন আর পৃথিবীর প্রত্যেক প্রাণীকে ভিন্ন জাতি দেখে ভয় পেয়ে যেতেন। এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতেন- যদি স্বজাতি থাকতো তবে তাদের সাথে সম্পর্ক ও বন্ধুত্ব হতো। পরবর্তী জুমার দিন তিনি ঘুমাচ্ছিলেন। এ সময় ফেরেশতাগণ তাঁর বাম পাঁজর কেটে তা থেকে মুহুর্তের মধ্যে অত্যন্ত সুশ্রী নারী হযরত হওয়া আ. কে সৃষ্টি করেন। তবে এতে হযরত আদম আ. অনুভবও করতে পারেন নি। অতঃপর তাঁর কাটা স্থান জোড়া লাগিয়ে দেয়া হলো। তিনি জাগ্রত হয়ে হাওয়া আ. কে জিজ্ঞাসা করলেন- তুমি কে? উত্তর আসল, ইনি আমার বন্দিনী। তোমার ভীতি দূরীভূত করার জন্য সৃষ্টি করা হয়েছে।'
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. এবং আরো কয়েকজন সাহাবী থেকে বর্ণিত আছে যে, হযরত আদম আ. একাকী ছিলেন। কোন বন্ধু কিংবা সুখ-দুঃখের কোন সাথী ছিলনা। আল্লাহ তা'আলাতাকে ঘুমিয়ে রাখলেন। অতঃপর তাঁর বাম পাঁজর থেকে মাংস নিয়ে হযরত হওয়া আ. কে সৃষ্টি করলেন। তাঁর উক্ত স্থানে সাথে সাথে মাংস জন্মে গেল। হযরত আদম আ. জাগ্রত হলে হওয়া আ. কে তাঁর মাথার পাশে দণ্ডায়মান দেখেন। তিনি জিজ্ঞাসা করলেন- তুমি কে? তিনি বললেন-আমি আওরাত তথা নারী। হযরত আদম আ. জিজ্ঞাসা করলেন- তোমাকে সৃষ্টির উদ্দেশ্য কী? উত্তরে তিনি বললেন, আপনি যেন আমা থেকে শান্তি লাভ করতে পারেন। ফেরেশতারা হযরত আদম আ.'র জ্ঞানের পরিধি পরিমাপের উদ্দেশ্যে আদম আ. কে জিজ্ঞাসা করলেন, ইনি কে? উত্তরে তিনি বললেন- ইনি 'ইমরাতুন' অর্থাৎ নারী। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন- এর নাম 'ইমরাতুন' কেন রাখা হলো? উত্তরে হযরত আদম আ. বলেন, কেননা তার সৃষ্টি 'ইমরুন'তথা পুরুষ থেকে হয়েছে। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন- এর নাম কী? উত্তরে তিনি বললেন- হাওয়া। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন- এর নাম হাওয়া হলো কেন? উত্তরে তিনি বললেন, যেহেতু ইনি জীবন্ত বস্তু থেকে সৃষ্টি হয়েছে, তাই এর নাম হয়েছে হাওয়া।
অতঃপর আদম আ. হাওয়া আ.'র দিকে হাত বাড়াতে চাইলে আদেশ হলো- হে আদম। আগে তার মাহর আদায় কর তারপর হাত লাগাবে। আদম আ. আরয করলেন, হে আমার প্রতিপালক। এর মাহর কী?
Title | নন্দিত নারী |
Author | হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি |
Translator | |
Publisher | চিশতি প্রকাশনী |
ISBN | |
Edition | 4th Edition |
Number of Pages | 219 |
Country | বাংলাদেশ |
Language | Bangla Arabic |
Cover Type | হার্ডকভার |
Study history up to 30 days Up to 5 users simultaneously Has HEALTH certificate
Study history up to 30 days Up to 5 users simultaneously Has HEALTH certificate
Study history up to 30 days Up to 5 users simultaneously Has HEALTH certificate
Study history up to 30 days Up to 5 users simultaneously Has HEALTH certificate